কর্পোরেশন পরিচিতি
প্রতিষ্ঠান : দেশের গৃহায়ন সমস্যার সমাধানে জনসাধারনকে গৃহ নির্মান খাতে আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ১৯৫২ সালে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে জারীকৃত রাষ্ট্রপতির ৭নং আদেশ বলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিইচবিএফসি) পুনর্গঠিত হয়।
উদ্দেশ্য : মানুষের ৫টি মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। জনবহুল এ দেশে আবাসন চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে আবাসনের সংস্থান কঠিন হয়ে পড়ছে। এই প্রকট আবাসিক সমস্যার সমাধানে সহায়তা প্রদান করাই বিএইচবিএফসির মূল উদ্দেশ্য। গৃহায়ন খাতে অর্থ সংস্থানের ক্ষেত্রে বিএইচবিএফসি কয়েক যুগ ধরে এ দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আসছে। যদিও কয়েকটি বানিজ্যিক ব্যাংক এ খাতে ঋণ প্রদান করে থাকে, তবুও একথা নিঃসন্দেহে বলা যায় যে, গৃহায়ন খাতে ঋণ প্রদানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জন্য বিএইচবিএফসিই অন্যতম প্রধান উৎস।
মালিকানা : ‘বিএইচবিএফসি’ সরকারী মালিকানাধীন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এবং এর পরিশোধিত মূলধনের সবটাই বাংলাদেশ সরকার কর্তৃক পরিশোধিত ।
মূলধন ও তহবিলের উৎস: কর্পোরেশনের তহবিলের মূল উৎস সরকার কর্তৃক পরিশোধিত মূলধন। কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমান ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান ১১০ কোটি টাকা। অর্থমন্ত্রনালয়ের সহায়তায় সরকারী গ্যারান্টির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও বানিজ্যিক ব্যাংকসমূহের নিকট ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে কর্পোরেশনের তহবিল সংগ্রহ করে থাকে। এছাড়াও, কর্পোরেশন সরকারী ঋণ ও আমানত গ্রহণের মাধ্যমে তহবিলের সংস্থান করে থাকে।
কার্যালয়সমূহ : কর্পোরেশনের সদর দফতর ঢাকায় অবস্থিত। সদর দফতরে ০৪টি মহাবিভাগ (Division), ১৬টি বিভাগ (Department) রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে রয়েছে ০৪টি বিভাগীয় কার্যালয় । ঢাকায় ০৪টি জোনাল অফিসসহ সারাদেশে মোট ১৮টি জোনাল অফিস রয়েছে। এছাড়া, জোনাল অফিসসমূহের আওতাধীন সারাদেশে ৭২টি শাখা অফিসের কার্যক্রম চালু রয়েছে।
ব্যবস্থাপনা: কর্পোরেশনের পরিচালনা পর্ষদ সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যানসহ ০৬(ছয়) সদস্যের সমন্বয়ে গঠিত। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং পদাধিকার বলে পরিচালনা পর্ষদের একজন সদস্য। পরিচালনা পর্ষদ কর্পোরেশনের সার্বিক নীতিমালা প্রণয়ন ও পরিচালনা কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও, সরকারী নির্দেশনার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত। পরিচালনা পর্ষদের কার্য সম্পাদনের নিমিত্ত কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বা কর্পোরেশনের অন্য যে কোন কার্যালয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী অনুমোদিত জনবল সংখ্যা ১৫০২ জন। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করেন এবং ০১(এক)জন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ০৬(ছয়)জন মহাব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক-কে সহায়তা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS